73তম বার্লিনাল রেট্রোস্পেকটিভ -এ সত্যজিৎ রায়ের ‘অপরাজিতো’
১ min read
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্লিনাল রেট্রোস্পেকটিভ ফেব্রুয়ারিতে ফিরবে। বিশ্ব চলচ্চিত্রের কাছে বার্লিনলে নামেও পরিচিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, 16 ফেব্রুয়ারি শুরু হবে এবং 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
For all latest news, follow The Jagroto Bangladesh’s Google News channel>>
এই বছরের বার্লিনাল রেট্রোস্পেকটিভ এ দেখা যাবে সত্যজিৎ রায়ের আরেকটি ক্লাসিক, “অপরাজিতো”, “দ্য অপু ট্রিলজি” এর দ্বিতীয় ছবি।
“অপরাজিতো” বাদে, পূর্ববর্তী অন্য চারটি এশিয়ান চলচ্চিত্র হল মোহাম্মদ-আলি তালেবির “ব্যাগ অফ রাইস”, নাগিসা শিমার “যৌবনের নিষ্ঠুর গল্প”, লিনো ব্রোকার “ম্যানিলা ইন দ্য ক্লজ অফ লাইট” এবং ” টাইফুন ক্লাব” শিনজি স্মাই দ্বারা।
1956 সালের চলচ্চিত্রটি মূলত অপুর বয়ঃসন্ধিকাল এবং তার মায়ের থেকে আলাদা হয়ে ওঠা নিয়ে। ছবিটি মা-ছেলের সম্পর্কের অন্তর্নিহিত দ্বন্দ্বকে তুলে ধরে।
আরও পড়ুন : ঢাকার অনুপ্রেরণাহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফিল্মটি 11টি আন্তর্জাতিক পুরষ্কার জিতেছিল এবং এটি 1957 ভেনিস ফিল্ম ফেস্টিভালে গোল্ডেন লায়ন এবং ক্রিটিকস অ্যাওয়ার্ড উভয়ই জিতে নেওয়া প্রথম চলচ্চিত্র।
প্রথম মহিলা দার্শনিক ঋষিকা মৈত্রেয়ী |
মহাকাব্য ও বহু প্রাচীন গ্রন্থে বৈদিক যুগের যে সমস্ত নারী ঋষিদের বৈদিক দর্শন, জ্ঞানগরিমা, ধ্যান, ধারণা ও প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়,
তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ঋষিকা মৈত্রেয়ীর নাম।
পন্ডিতদের মতে, ঋষিকা মৈত্রেয়ী মূলত একজন অদ্বৈত বেদান্ত দার্শনিক ছিলেন।
বৈদিক যুগের মাতৃকাগণদের জ্ঞান, বুদ্ধি এবং আধ্যাত্মিক সফলতা বিশেষরুপে দ্বীপ্তিমান।
বৈদিক যুগের প্রথম সময়ে নারীদের বিদ্যাগ্রহণ ও ধর্মাচরণের গৌরবময় ইতিহাস আজও উজ্জ্বল!
এ বিষিয়ে পরতে নিচের লিংক দেকতে পারেন!