অমর একুশে বইমেলা তে প্রীতির বই নিষিদ্ধ
১ min read
চলমান অমর একুশে বইমেলা থেকে জান্নাতুন নাঈম প্রীতের ‘জন্ম ও জনির ইতিহাস’ বইটি নিষিদ্ধ করেছে অমর একুশে বইমেলা টাস্কফোর্স।
টাস্কফোর্সের চেয়ারম্যান অসীম কুমার দে বলেছেন যে বইটিতে ব্যক্তিগত আক্রমণ এবং বিচারকদের উপর আপত্তিকর মন্তব্য সহ বিভিন্ন বিতর্কিত বিষয় পাওয়া গেছে।
“এগুলো বইমেলার এর নিয়মের পরিপন্থীতাই চলমান অমর একুশে বইমেলায় আমরা প্রকাশককে বইটির প্রদর্শন ও বিক্রি বন্ধ করতে বলেছি। এবং প্রকাশক আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে।”
বইটি প্রকাশ করা হাউস নলোন্দার প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, “টাস্কফোর্সের নির্দেশে আমরা মেলায় প্রীতির বই বিক্রি বন্ধ করে দিয়েছি। তবে বইটি বাংলাবাজারে পাওয়া যাবে।”
আরও পড়ুন >> Premier Cement এর 112 কোটি টাকা লোকসান