শেখ হাসিনাকে হত‍্যার হুমকির প্রতিবাদে জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান সরকারের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মে মঙ্গলবার বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নাহার শেফালী বেগমের সভাপতিত্বে ও সহ-সভাপতি কৃষিবিদ ডা: সামছুন্নাহার পারভীনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ‍্যাপক দিলরুবা শারমিন, সহ-সভাপতি আবেদা রহমান, ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বেগমসহ জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দসহ প্রমুখ।

সমাবেশ সফল করার লক্ষ্যে সহ সভাপতি অধ্যাপক দিলরুবা সারমিন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।এছাড়া জেলা, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা জমায়েত হয়ে দলে দলে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে মূল সমাবেশে যোগদান করে।

ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর এসে সভাপতির সমাপনী বক্তব্যের মধ‍্যদিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

আরও পড়ুন >> ময়মনসিংহে মহানগর ছাত্রলীগের সদস্য তাহা’র মাসব্যপী ইফতার বিতরণে মেয়র টিটু

বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলার নেতা-কর্মীবৃন্দ।

ময়মনসিংহের সংবাদ পেতে ক্লিক করুন >>

শেয়ার করুন :

Leave a Comment