ময়মনসিংহে প্রধানমন্ত্রী কে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বুধবার ২৪ মে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা গণ সন্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিকারীকে গ্রেফতার দাবীতে ময়মনসিংহ প্রেসক্লাব সন্মূখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ।

আরও পড়ুন >> শেখ হাসিনাকে হত‍্যার হুমকির প্রতিবাদে জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল পাশার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, ময়মনসিংহ রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, মহিলা আওয়ামী লীগ নেতা আনোয়ারা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতা হুমায়ূন কবীর সোহাগ,শরাফ উদ্দিন বায়েজীদ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি,সাংবাদিক এ এইচ এম মোতালেব প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

Leave a Comment