ফরিদপুর সদর উপজেলায় আজ (২৩শে সেপ্টেম্বর, ২০২২) বিকেলে একটি ট্রাকে লোড করার সময় একটি চলন্ত বাসে বৈদ্যুতিক খুঁটি ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম (৩৮) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার বাসিন্দা বলে আমাদের ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কর কুমার বিশ্বাস জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কৈজুরী ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি কঙ্কর জানান, পূর্ব গঙ্গাবর্দী এলাকায় কয়েকটি বৈদ্যুতিক খুঁটি একটি ট্রাকে বোঝাই করার সময় সায়েদাবাদ থেকে কুষ্টিয়াগামী তালুকদার পরিবহনের একটি বাস ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির উইন্ডশিল্ড ভেদ করে বিদ্ধ হয়।
একই সময়ে দর্শনা থেকে ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাস একই বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে নজরুলসহ দুই বাসের ১১ যাত্রী আহত হয়েছেন বলে ওসি জানান।
হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।
একই সময়ে দর্শনা থেকে ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাস একই বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে নজরুলসহ দুই বাসের ১১ যাত্রী আহত হয়েছেন বলে ওসি জানান।
হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।