Jagroto Bangladesh

সারা বাংলাদেশের সব খবর

ঢাকায় প্রতিদিন ৩০০ মোবাইল ছিনতাই হচ্ছে: ডিবি

১ min read

ঢাকা ও আশপাশের এলাকায় গড়ে প্রায় ৩০০ মোবাইল ফোন পাচার হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল বিভিন্ন এলাকা থেকে দুই গ্যাং নেতাসহ ১৬ ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর আজ একথা বলেন।

তিনি ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, “গ্রেফতারকারীরা ডিবিকে বলেছে যে প্রতিদিন 100 জন লোক শহরের রাস্তায় ঘোরাফেরা করে এবং মোহাজন [গ্যাং লিডার] তাদের প্রত্যেকের জন্য প্রতিদিন কমপক্ষে তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল।”
“সুতরাং, প্রতিদিন গড়ে 300টি মোবাইলফোন শহরে ছিনতাই করা হচ্ছে,” তিনি যোগ করেন।
ছিনতাইকারীরা যখনই বাস বা গাড়ির জানালার পাশে বসে কেউ কথা বলে বা নেট ব্রাউজ করে তখনই ফোন চুরি করে।

গ্যাং লিডাররা তখন তাদের কাছ থেকে কম দামে ফোন কিনে নেয়।

সস্তা ফোনগুলি সরাসরি বিক্রি করা হয় এবং দামী ফোনগুলি ভেঙে ফেলা হয় এবং যন্ত্রাংশে বিক্রি করা হয়। কিছু ক্ষেত্রে, গ্যাং লিডাররা ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে বিক্রি করে।

ডিবি কর্মকর্তারা নগরবাসীকে এ ধরনের ছিনতাইয়ের ঘটনার পর সাধারণ ডায়েরি করার অনুরোধ জানান, যাতে আইনশৃঙ্খলা বাহিনী অন্তত হটস্পটগুলো খুঁজে বের করতে পারে।

আরও পড়ুন : বাংলাদেশের ভালোবাসার কথা স্বীকার করলেন লিওনেল মেসি

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মিজান, আমিরুল ইসলাম বাবু, শরীফ হোসেন, রিদয়, রাজ, সুমন, সোহেল বাবু, রিদয়, মনিরুজ্জামান, নাজমুল, মনির, ইমরান, ফারুক, আশরাফুল ইসলাম সজিব, আরিফ ও হাসান।

এ ব্যাপারে উত্তরখান থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published.