ময়মনসিংহে মহানগর ছাত্রলীগের সদস্য তাহা’র মাসব্যপী ইফতার বিতরণে মেয়র টিটু

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক,ময়মনসিংহ সদর ৪ আসনের জননন্দিত জননেতা আফজালুর রহমান বাবু এর সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ এর আহবায়ক কমিটির সদস্য রহমান কবির আফনান তাহা এর উদ্যোগে নগরীর মাসকান্দা আকন্দ বাড়ী সংলগ্ন পথযাত্রী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উক্ত ইফতার বিতরণীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব ইকরামুল হক টিটু , ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক জনাব রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ জেলা যুবলীগ এর সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান,
ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিন্টু , জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আলম মুক্তা, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি- জিল্লুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক – আশরাফুজ্জামান মিলন, মহানগর স্বেচ্ছাসেবক্লীগ এর সহসভাপতি আবদুল আউয়াল ,সাংগাঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ফরাজি তানজিন, ইয়াসির আরাফাত ওশান , প্রচার সম্পাদক – এ কে রাসেল আহমেদ,দপ্তর-সম্পাদক-জহিরুল ইসলাম সানি, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক – রাকিবুল হাসান রকি,উপ-প্রচার সম্পাদক – জয়নাল আবেদীন, সদস্য – সৈয়ব ইসলাম কনক, সাব্বির রহমান, আশরাফুল ইসলাম সিফাত , ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তাদির হোসাইন রিপন, ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন (দুলু),মহানগর যুব লীগ নেতা সৈয়দ শাওন ও জাহিদুল ইসলাম জসিম এবং ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

6 thoughts on “ময়মনসিংহে মহানগর ছাত্রলীগের সদস্য তাহা’র মাসব্যপী ইফতার বিতরণে মেয়র টিটু”

  1. Its like you learn my thoughts! You appear to understand a lot
    about this, such as you wrote the guide in it or something.
    I think that you just could do with some p.c.
    to force the message home a little bit, but instead of that, this is wonderful blog.

    A fantastic read. I will certainly be back.

    Reply

Leave a Comment