গাজীপুর ১০হাজার ৫০পিস ইয়াবাসহ ৪মাদক ব্যাবসায়ী আটক প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ জাগ্রত বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকা থেকে ১০হাজার ৫০পিচ ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ব্যবসার কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন একটি মটরসাইকেল জব্দ করা হয়। আজ(৬ নভেম্বর) রধবার সকাল সাড়ে ৮টার দিকে যোগীতলা তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদি জেলার শিবপুর থানার ইমাম হোসেনের ছেলে মো: ছায়েম ভ‚ইয়া (২৮), বর্তমানে সে যোগীতলা এলাকার শহীদের বাড়ির ভাড়াটিয়া। রাজশাহী জেলার চারঘাট থানার গোলাম হোসেনের ছেলে মো: রাজু আহম্মেদ (৩৯), বর্তমানেসে মহানগরের মোঘলখাল এলাকায় বসবাস করেন। গাজীপুর মহানগরের বাসন থানার মো: সামছুল ইসলামের ছেলে মো: খাইরুল ইসলাম সবুজ (২৩)। ময়মনসিংহজেলার ত্রিশাল থানারমো: বাচ্চু মিয়ারছেলেমো: তানজিদ শান্ত (২১), বর্তমানেসে মহানগরেরপেয়ারা বাগানের জাহাঙ্গীর এর বাড়ির ভাড়াটিয়া। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাউসার চৌধুরী জানান, সকাল ৭টার দিকেগোপন সংবাদের ভিত্তিতে এসআই শাখাওয়াত ইমতিয়াজ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু লাইচমো: ইলিয়াছ জিকু এরনেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে সকাল ৮টার দিকে ১০হাজার ৫০পিচ ইয়াবা এবং একটি মোটর বাইক জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদলতে প্রেরণ করা হয়েছে। Share this:TweetWhatsAppPrint SHARES আইন-আদালত বিষয়: