Jagroto Bangladesh

সারা বাংলাদেশের সব খবর

জিএম কাদের কে জাপা চেয়ারের দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য এসসি আবেদন করেছে

১ min read

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের কে দায়িত্ব পালনের পথ পরিষ্কার করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

For all latest news, follow The Jagroto Bangladesh’s Google News channel>>

জেপির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গতকাল তার আইনজীবী হেলাল উদ্দিনের মাধ্যমে জিএম কাদের কে দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদনটি জমা দেন।

মৃধার প্রধান আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা ডেইলি স্টারকে বলেন, রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আবেদনের শুনানি করতে পারেন।

আবেদনের বরাত দিয়ে তিনি বলেন, হাইকোর্ট মৃধার কোনো যুক্তি না শুনেই আদেশ দেন।

গত ৫ ফেব্রুয়ারি জিএম কাদেরকে জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ডে অংশ নিতে নিষেধ করে ঢাকা আদালতের আদেশে গত ১৯ জানুয়ারি হাইকোর্ট আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

ঢাকার আদালতের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে মৃধা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি রুলও জারি করা হয়েছে।

আরও পড়ুন : ধ্বংসস্তূপে শিশু : তুরস্ক ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮,৭০০ ছাড়িয়েছে

মৃধা, জেপি প্রধানের প্রাক্তন উপদেষ্টাও, গত বছরের 17 সেপ্টেম্বর দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

শেয়ার করুন :

৫ thoughts on “জিএম কাদের কে জাপা চেয়ারের দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য এসসি আবেদন করেছে

Leave a Reply

Your email address will not be published.