নয়াপল্টনে বিএনপি র সমাবেশ শুরু

১০ দফা দাবি জানাতে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা।
দুপুর ২টা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ও জেলা শাখার নেতারা।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ অন্যান্য ইউনিটগুলো কর্মসূচি পালন করছে।
সকাল থেকেই দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ 10 দফা দাবির প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে বিএনপির সমাবেশের লক্ষ্য।
আরও পড়ুন : ঢাকায় প্রতিদিন ৩০০ মোবাইল ছিনতাই হচ্ছে: ডিবি
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির সমাবেশকে মোকাবেলা করতে আপাতদৃষ্টিতে ঢাকাসহ পাঁচটি মহানগরে ‘শান্তি সমাবেশ’ করছে।