বিএনপি লাশের রাজনীতি করতে চায়, তারা লাশের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি নেতারা চোখে কালো চশমা পড়ে থাকে বলে তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। এজন্যই বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন উন্নয়ন-অর্জন দেখতে পায় না। ফখরুল সাহেবের বাড়ি যাওয়ার পথে সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত ৬ লেন মহাসড়কের উন্নয়ন কাজ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। যা দিয়ে এখন যানবাহন চলাচল করছে। দক্ষিণাঞ্চলে কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এ সেতু বিশ্বের কাছে আজ বিস্ময়। এছাড়া রাজধানীতে মেট্টোরেল, চট্টগ্রামে কর্ণফুলী টানেলসহ বিভিন্ন প্রকল্পের কাজ দেশে ব্যাপক উন্নয়নের নজির।’
ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে মিটিং মিছিলে আপনাদের সংযত হয়ে কথা বলতে হবে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বার বার একটা কথা বলেন, ‘সরকারের বিদায় সাইরেন নাকি বাজছে। কিন্তু বিগত ১৪ বছর ধরে এ সাইরেন ফখরুলের কানে বাজে জনগণের কানে নয়। সঠিক পথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।’