রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার দ্বিতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ (Forms of Government) এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-২৫) দেওয়া হলো।
১) প্রশ্ন : ইতিহাসের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
উত্তর :- ইতিহাসের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগকে ৩টি পর্যায়ে ভাগ করা যায়।
২) প্রশ্ন : ইতিহাসের প্রেক্ষিতে সরকারের শ্রেণিবিভাগের পর্যায়গুলাে কী কী?
উত্তর : ইতিহাসের প্রেক্ষিতে সরকারের শ্রেণিবিভাগের পর্যায়গুলাে হলাে-১. প্রাচীন শ্রেণিবিভাগ, ২. আধুনিক শ্রেণিবিভাগ ও ৩. অতিআধুনিক শ্রেণিবিভাগ।
৩) প্রশ্ন : নাৎসীবাদের জনক কে?
উত্তর : নাৎসীবাদের জনক হিটলার।
৪) প্রশ্ন : ফ্যাসীবাদের জনক কে?
উত্তর : ফ্যাসীবাদের জনক মুসােলিনী।
৫) প্রশ্ন : এরিস্টটল সরকারকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর : এরিস্টটল সরকারকে ৬ ভাগে ভাগ করেছেন
৬)প্রশ্ন : ম্যাকাইভার কয়টি বিষয়ের ওপর ভিত্তি করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : ম্যাকাইভার ৪টি বিষয়ের ওপর ভিত্তি করে
সরকারের শ্রেণিবিভাগ করেছেন।
৭) প্রশ্ন : সরকার কী?
উত্তর : যার মাধ্যমে রাস্ট্র পরিচালিত হয় তাই সরকার
৮) প্রশ্ন : “শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি”- মন্তব্যটি কার?
উত্তর : “শক্তি নয় ইচ্ছাই রাষ্র ভিত্তি” মন্তব্যটি টি.এইচ, গ্রিনের।
৯) প্রশ্ন : “Will, not force is the basis of the state – উক্তিটি কার?
উত্তর : “Will, not force is the basis of the state” উক্তিটি টি. এইচ, গ্রিনের।
১০) প্রশ্ন : এরিস্টটল তার কোন গ্রন্থ সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : এরিস্টটল তার ‘দি পলিটিক্স’ গ্রন্থে সরকারের শ্রেণিবিভাগ করেছেন।
১১) প্রশ্ন : এরিস্টলের মতে সর্বোত্তম সরকার ব্যবস্থা কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার ব্যবস্থা পলিটি বা মধ্যতন্ত্র।
১২) প্রশ্ন : এরিস্টটলের মতে নিকৃষ্টতম সরকার কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে নিকৃষ্টতম সরকার গণতন্ত্র।
১৩) প্রশ্ন : কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : কল্যাণমূলক রাষ্ট্রের দুট বৈশিষ্ট্য হলাে ১. জনকল্যাণ সাধন, ২. ব্যক্তি স্বাধীনতা রক্ষা ।
১৪) প্রশ্ন : এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের উদাহরণ দাও।
উত্তর : এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের উদাহরণ যথাক্রমে – বাংলাদেশের এককেন্দ্রিক সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাস্ট্রীয় সরকার।
১৫) প্রশ্ন : বাংলাদেশে কে অধ্যাদেশ জারী করার ক্ষমতা রাখেন?
উত্তর : বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী করার ক্ষমতা রাখেন।
১৬) প্রশ্ন : স্বাভাবিক সরকার কী?
উত্তর : জনগণর কল্যাণের জন্য যে সরকার পরিচালিত হয় তাকে স্বাভাবিক সরকার বলে।
১৭) প্রশ্ন : বিকৃত সরকার কী?
উত্তর : শাসকগোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য যে সরকার পরিচালিত হয় তাকে বিকৃত সরকার বলে।
১৮) প্রশ্ন : টেকনােক্যাট মন্ত্রী’ কারা?
উত্তর : যেসকল জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ বা পরােক্ষ ভাটে নির্বাচিত নন কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সরকারের কোন পদে নিয়াগ প্রাপ্ত হয় তাদেরকে টেকনোক্যাট মন্ত্রী বলে।
১৯) প্রশ্ন : এরিস্টলের সরকারের বিকৃত রূপ কোনটি?
উত্তর : এরিস্টটলের সরকারের বিকৃত রূপ গনতন্ত্র।
২০) প্রশ্ন : গনতন্ত্র কী?
উত্তর : রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন প্রত্যক্ষ বা পরােক্ষভাবে জনগণ কর্তৃক পরিচালিত হয় তখন তাকে গণতন্ত্র বলে।
২১) প্রশ্ন : গনতন্ত্রের প্রতিশব্দ কোনটি?
উত্তর : গনতন্ত্রের প্রতিশব্দ ‘Democracy’।
২২) প্রশ্ন : ‘Democracy’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর : ‘Democracy’ শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ‘Demos’ এবং ‘Kratia’ থেকে।
২৩) প্রশ্ন : উৎ্পত্তিগত অর্থে গণতন্ত্র কী?
উত্তর : উৎপত্তিগত অর্থে গণতন্ত্র জনগণের শাসন।
২৪) প্রশ্ন : Demos’ এবং ‘Kratia’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Demos’ অর্থ জনগণ এবং ‘Kratia’ অর্থ ক্ষমতা বা শাসন।
২৫) প্রশ্ন : Demos শব্দটির অর্থ কী?
উত্তর : Demos শব্দটির অর্থ হলো জনগণ।