রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার দ্বিতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ (Forms of Government) এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (৫১-৭৩) দেওয়া হলো।
৫১) প্রশ্ন : সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : সংসদীয় গণতন্ত্রের জনক জন লক।
৫২) প্রশ্ন : পৃথিবীর অধিকাংশ দেশ কোন সরকার পদ্ধতি গ্রহণ করেছে?
উত্তর : পৃথিবীর অধিকাংশ দেশ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি গ্রহণ করেছে।
৫৩) প্রশ্ন : বিরােধী দল সংসদীয় ব্যবস্থার এক সুনির্দিষ্ট ও অপরিহার্য অঙ্গ।”-উক্তিটি কার?
উত্তর : “বিরোধী দল সংসদীয় ব্যবস্থার এক সুনির্দিষ্ট ও অপরিহার্য অঙ্গ – উক্তিটি জেনিংসের।
৫৪) প্রশ্ন : রাস্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নির্বাহী কে?
উত্তর : রাস্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নির্বাহী রাস্ট্রপতি।
৫৫) প্রশ্ন : রাষ্ট্রপতি শাসিত সরকার কী?
উত্তর : যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাত ন্যস্ত থাকে তাকে রাষ্ট্রিপতি শাসিত সরকার বলে।
৫৬) প্রশ্ন : রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃষ্ট উদাহরণ কোন দেশ?
উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃষ্ট উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র।
৫৭) প্রশ্ন : রাষ্ট্রপতি শাসিত সরকার মন্ত্রিপরিষদ শাসিত সরকারের
যেকোনাে দুটি পার্থক্য লেখ।
উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দুটি পার্থক্য হলাে ১. রাষ্ট্রপতি শাসিত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান, তিনিই সরকার প্রধান। রাস্ট্রপতি প্রকৃত শাসক। আর অন্যদিকে মন্ত্রীপরিষদ
শাসিত সরকারের প্রধানমন্ত্রী শাসক।
২. রাষ্ট্রপতি শাসিত সরকারের আইন সভা সার্বভৌম নয় তথা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নয়। অন্যদিকে মন্ত্রীপরিষদ শাসিত সরকারের আইন সভা সার্বভৌম, নিরঙকুশ ক্ষামতার অধিকারী।
৫৮) প্রশ্ন : “The Government of the USA is the president উক্তিটি কার?
উত্তর : “The Government of the USA is the president.” উন্তিটি অধ্যাপক ফোইনারের।
৫৯) প্রশ্ন : বাংলাদেশের জন্য উপযােগী সরকার কোনটি?
উত্তর : বাংলাদেশের জন্য উপযোগী সরকার হলাে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা।
৬০) প্রশ্ন : এককেন্দ্রিক সরকার কী?
উত্তর : যে শাসনব্যবস্থায় সংবিধানের মাধ্যমে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এককন্দ্রিক সরকার বলে।
৬১) প্রশ্ন : রাষ্ট্রপতি শাসিত সরকারের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : রাস্ট্রপতি শাসিত সরকারের দুটি বৈশিষ্ট্য হলো- ১. রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোেটের মাধ্যমে নির্বাচিত হয়। ও ২. রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকার উভয়ের প্রধান।
৬২) প্রশ্ন : এককেন্দ্রিক সরকারের দৃষ্টান্ত উল্লেখ কর।
উত্তর : এককেন্দ্রিক সরকারের দৃস্টান্ত হলাে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, বাংলাদেশ, নরওয়ে, সুইডেন প্রভৃতি।
৬৩) প্রশ্ন : যুক্তরাষ্ট্রীয় সরকার কী?
উত্তর : দুই বা ততোেধিক রাষ্ট্র নিজদের স্বার্থ রক্ষার্থে বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয়ে নিজস্ব সত্তা বজায় রেখে যে জাতীয় সরকার গঠন করে তখনই তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।
৬৪) প্রশ্ন : যুক্তরাস্ট্রীয় ব্যবস্থা চালু রয়েছে এমন তিনটি রাষ্ট্রের নাম লিখ।
উত্তর : যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু রয়েছে এমন তিনটি রাষ্ট্রের নাম হলাে- ১. মার্কিন যুক্তরাষ্ট্র, ২, কানাডা ও ভারত।
৬৫) প্রশ্ন : যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের তিনটি শর্ত লেখ।
উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের তিনটি শর্ত হলাে- ১, ভৌগােলিক নৈকট্য, ২, শক্তি সামর্থ্যের ব্যাপারে সামঞ্জস্য , অঙ্গরাজ্যগুলাের মধ্য সাম্য ও সহযাোগিতা।
৬৬) প্রশ্ন : কোন শব্দ থেকে যুক্তরাষ্ট্রীয় সরকার শব্দের উৎপত্তি?
উত্তর : ‘Federation’ শব্দ থেকে যুক্তরাষ্ট্রীয় সরকার শব্দের উৎপত্তি।
৬৭) প্রশ্ন : কোন শব্দ থেকে ‘Federation’ শব্দের উৎপত্তি হয়েছে?
উত্তর : ‘Feodus’ শব্দ থেকে ‘Federation’ শব্দের উৎপত্তি হয়েছে।
৬৮) প্রশ্ন : ‘Foedus’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘Foedus’ শব্দর অর্থ সন্ধি বা মিলন।
৬৯) প্রশ্ন : উৎপত্তিগত অর্থে যুক্তরাষ্ট্রীয় সরকার কী?
উত্তর : যে সরকার কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের সাথে সৃষ্ট তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।
৭০) প্রশ্ন : ‘যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল, কারণ ইহার পূর্বশর্ত অনেক।’- উক্তিটি কার?
উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল, কারণ ইহার পূর্বশর্ত অনেক।’- কে.সি. হুয়েরার (K.C. wheare)
৭১) প্রশ্ন : যুক্তরাষ্ট্রীয় সরকারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উত্তর : যুক্তরাট্রীয সরকারের দুটি বৈশিস্য হলো ১. দুই ধরনের সরকার ব্যবস্থা ও ২. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান।
৭২) প্রশ্ন : এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাস্ট্রীয় সরকারের যেকোনাে দুটি পার্থক্য লেখ।
উত্তর : এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাস্ট্রীয় সরকারের দুটি পার্থক্য হলাে ১, এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট কেন্দ্রীভূত থাকে। অপর পক্ষে যুক্তরাস্ট্রীয় সরকারের রাষ্ট্র অসীম ক্ষমতা প্রদেশের মধ্যে বণ্টন করা হয়। ২.এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ঐক্য বিদ্যমান। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রশাসনিক দ্বন্দ্ব বিদ্যমান থাকে।
৭৩) ‘Sovereignty’ শব্দের উৎস কি?
উত্তর : ‘Sovereignty’ শব্দের উৎস ‘Superanus.
সরকারের বিভিন্ন রূপ অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-২৫) পড়তে ক্লিক করুন>>