প্রশ্নঃ- গণতন্ত্রের সফলতার শর্তসমূহ আলোচনা কর অথবা, গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের সফলতার শর্তসমূহ কি কি আলােচনা কর। অথবা, গণতন্ত্র সফলতার শর্তগুলো বর্ণনা কর।
ভূমিকা
গণতন্ত্র আদর্শ ও সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা হিসাবে রাষ্ট্রনৈতিক চিন্তাজগত স্বীকৃত। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক নির্বিশেষে সফল রাষ্ট্রই গণতন্ত্রে প্রতি সমান আগ্রহ দেখা হয়। আদর্শগত বিচারে গণতন্ত্র প্রকৃস্ট শাসনব্যবস্থা। তবে এর সাফল্যের জন্য গণতন্ত্রের সফলতার শর্তসমূহ পালন করা আবশ্যক। কারণ গণতন্ত্রের সফলতা যেকোনো রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের নাগরিকের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে।
গণতন্ত্রের সংজ্ঞা
সাধারণভাবে গণতন্ত্র বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বুঝায়, যেখানে জনগণ প্রত্যক্ষভাবে বা পরােক্ষভাবে প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের শাসন করে অর্থাৎ যে শাসনব্যবস্থায় শাসন লােকের হাতে ন্যস্ত না থেকে রাষ্ট্রের সব জনসাধারণের ওপর ন্যস্ত থাকে। এবং অধিকাংশ জনগণকে মত প্রকাশের স্বাধীনতা দেয়া হয়, তাকে গণতন্ত্র বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞা
সি.এফ.স্ট্রং (C. E. Strong) বলেন, “Democracy implies that government which shall rest on the active consent of the governed. অর্থাৎ, গণতন্ত্র হচ্ছে যেখানে শাসনব্যবস্থা শাসিতের সতক্রিয় সম্মতির উপর প্রতিষ্ঠিত।
স্যার ক্রিপস (Sir Cripps) বলেন, “গণতন্ত্র বলতে আমরা সেই শাসনব্যবস্থাকে বুঝি, যেখানে প্রত্যক প্রাপ্তবয়স্ক ব্যক্তি সব বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং সকলের মধ্যে নিজ নিজ মত প্রকাশ করতে পারে।”
অধ্যাপক গিডিংস (Giddings) এর মতে, “গণতন্ত্রকে একটি শাসনব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা, সমাজব্যবস্থা অথবা এদের সম্মিলিত রূপ বলে মনে করা হয় ।”
লর্ড ব্রাইস (Lord Bryce) বলেন, “গণতন্ত্র এমন এক ধরনের সরকার যাতে রাষ্ট্রের শাসন ক্ষমতা আইনগতভাবে কোনাে নির্দিষ্ট শ্রেণি বা শ্রেণিসমূহের হাতে নিয়াজিত না থেকে বরং সমাজের সকল সদস্যের হাতে নিয়াজিত থাকে।”
আধ্যাপক সিলি (Prof. Seeley) বলেন, “গণতন্ত্র এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযােগ রয়েছে।”
গণতন্ত্রের সফলতার শর্তসমূহ
স্যার হেনরি বলেছেন, সব প্রকার শাসনের মধ্যে গণতন্ত্র অত্যেন্ত দুরূহ ব্যবস্থা।এর প্রতিষ্ঠা করতে গেলে নিম্নোক্ত শর্তাবলি পূরণ করা আবশ্যক।
১. মিলের অভিমত
জন স্টুয়া্ট মিল-এর মতানুসারে গণতন্ত্রের সাফল্যের জন্য তিনটি শর্ত পূরণ করা প্রয়োজন। যথা : ক, জনগণের গণতান্ত্রিক শাসনব্যবস্থা গ্রহণের ইচ্ছা, খ, গণতন্ত্রকে রক্ষায় জনগণের ইচ্ছা ও সক্ষমতা এবং গ, গণতন্ত্রের উদ্দেশ্য সাধনে কার্যক্রমে জনগণের সম্মতি ও সামর্থ্য।
২. গণতান্ত্রিক ধারণা
গণতন্ত্রকে সফল করার জন্য সর্বস্তরে জনগণের মধ্যে গণতন্ত্রের ভাবধারার বিকাশ ঘটানাে প্রয়ােজন। জনগণ গণতন্ত্রমনা না হলে কোনোে দিন তা সফল হওয়া সম্ভব না।
৩. ত্যাগ
গণতন্ত্রের জন্য জনগণের ত্যাগ, তিতিক্ষার মানসিকতা প্রয়ােজন। প্রয়ােজনে অনিবার্য কারণে জীবন বাজি রেখে যুদ্ধ করার মানসিকতা বহন করতে হবে। ত্যাগ স্বীকার না করলে গণতন্ত্রের চিন্তা করা বাতুলতামাত্র।
৪. ভ্রাতৃত্ববােধ
গণতন্ত্রের সফলতার শর্তসমূহ গুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে জনগণের মধ্যে ভ্রাতৃত্বােধ থাকতে হবে। একে অপরের প্রয়ােজন অনুভব করতে না পারল গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে না।
৫. গণতান্ত্রিক অর্থব্যবস্থা
গণতন্ত্রের সাফল্যের জন্য ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা একান্ত
কাম্য। এর জন্য উৎপাদন প্রতিষ্ঠানসমূহের সামাজিক মালিকানা প্রয়ােজন।
৬. গণতান্ত্রিক পরিবেশ
সফল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহে গণতন্ত্রের বিস্তার ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারলে এর স্বার্থকতা হাসিল করা সম্ভব। অন্যথায় গণতান্ত্রিক পরিবেশে ব্যতিরেকে এর সফলতা সুনিশ্চিত নয়।
৭. পরমতসহিষ্ণুতা
গণতন্ত্রের সফল হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলাে পরমতসহিষ্ণুতা। বিরোধী মতের প্রতি সহিষ্ণু মনােভাব পােষণ করতে হবে। সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠের মতামতকে সম্মান প্রদর্শন করতে হবে। অন্যথায় গণতন্ত্রের উদ্দেশ্য ব্যর্থ হবে।
৮. সুগঠিত রাজনৈতিক ফল
গণতন্ত্রের সফলতার জন্য সুগঠিতরাজনৈতিক দল প্রয়ােজন। তবে কানাে রাজনৈতিক দল যেন কুচক্রী দলে পরিণত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। বিরােধী দলের ভূমিকা স্বীকার করার মানসিকতা থাকতে হবে।
৯. গণতান্ত্রিক ঐতিহ্য
গণতন্ত্রের সফলতার জন্য গণতান্ত্রিক ঐতিহ্য প্রতিষ্ঠা করা প্রয়োেজন। গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতন্ত্র টিকিয়ে রাখা দুঃসাধ্য হয়ে পড়। যে কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশে অগণতান্ত্রিক শক্তির উদ্ভব হয়।
১০. ক্ষমতার বিকেন্দ্রিরণ
অধ্যাপক ব্রাইস (Bryce) বলেন, “Democracy needs local
self government as its foundation.” অর্থাৎ গণতন্ত্রের ভিত্তি হিসেবে স্খানীয় স্বায়ত্তশাসক আবশ্যক। স্বায়ত্তশাসক ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণ ঘটে থাকে। এর ফলে সবার রাজনৈতিক প্রজ্ঞা বৃদ্ধি পায়।
১১. স্বাধীন প্রচার মাধ্যম
মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকল্পে স্বাধীন প্রচার মাধ্যমের বিকল্প নেই। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন প্রভৃতির স্বাধীনতা গণতন্ত্রের সফলতার শর্তসমূহ হিসেবে অন্যতম।
১২. রাজনৈতিক সমাধান
দেশে উদ্ভূত কোনো রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে পারাটাই গণতন্ত্রের অন্যতম শর্ত। এক্ষেত্রে গণতন্ত্রকে প্রধান অবলম্বন বা উপায় হিসেবে বিবেচনা করতে হবে। অন্যথায় অগণতান্ত্রিক শক্তির উত্থান হবার সম্ডাবনা থাকবে।
১৩. লিখিত সংবিধান
সংবিধানের দিক বিবেচনায় মধ্যপন্থি লিখিত সংবিধান সুষ্ঠ গণতন্ত্রের অন্যতম শর্ত। বিখ্যাত লেখক লেকি বলেন, “যেসব দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু রয়েছে সেসব দেশে লিখিত সংবিধান থাকা প্রয়াজন।
১৪. জনগণের অংশগ্রহণ
সব প্রকার শাসনকার্যে ও রাজনৈতিক কর্মকান্ডে জনগণের স্বতঃস্ফৃর্ত ও কার্যকরভাবে অংশগ্রহণ করা গণতন্ত্রের অন্যতম শর্ত। জনগণকে প্রয়োজনে এর জন্য উদ্ভুদ্ধ করতে হবে এরং অংশগ্রহণ করার সুযােগ ও পরিবেশ সৃষ্টি করতে হবে।
১৫. ব্যক্তিস্বাধীনতা
গণতন্ত্র সফল হওয়ার জন্য ব্যক্তিস্বাধীনতা প্রয়ােজন। ব্যক্তিম্বাধীনতা না থাকলে ব্যক্তিত্বের বিকাশ ঘটে না ব্যক্তিত্ব মরে যায়। গণতান্ত্রিক শাসনে সতেজ, সবল ও নিভীক ব্যক্তিত্ব প্রয়ােজন। এ কারণে জনগণের স্বাধীন মত প্রকাশের সুবিধা আবশ্যক।
১৬. শিক্ষা
শিক্ষার ব্যাপক বিস্তারকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সফলতার মূলমন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু গণতন্ত্র হলাে সংখ্যাগরিষ্ঠ্যের শাসন তাই শিক্ষা বিস্তার না ঘটলে এর সুফলের চয়ে কুফল হওয়ার সম্ভাবনা বেশি।
১৭. সংখ্যালঘুর স্বাধীনতা
প্রত্যেক দেশেই সংখ্যালঘুর উপস্থিতি বিদ্যমান। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধীনতা, অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সফল হওয়ার অন্যতম প্রধান শর্ত।
আরও পড়ুন >> সরকারের বিভিন্ন রূপ : অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-২৫)
উপসংহার
উপরোক্ত আলাোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উল্লিখিত শর্তাবলির বাস্তবায়ন। করা সম্ভব হলে গণতন্ত্রের সফলতা প্রত্যক্ষ করা সম্ভব হবে। তবে এসব শর্তগুলোর মধ্য সবচেয়ে বড় শর্ত হলাে জনগণ। এ সম্পর্কে J, S. Mill বলেছেন, জনগণকে গণতন্ত্র গ্রহণ করত হবে, এর সংরক্ষণে প্রয়ােজনীয় ত্যাগ স্বীকার করতে হবে এবং দায়িত্ব পালনে এগিয়ে আাসতে হবে। এর জন্য শাসক শাসতের মধ্য সুসম্পর্ক ও রাজনৈতিক ক্ষেত্র গণতান্ত্রিক মূল্যবোেধের বিকাশ ঘটাতে হবে। তাহলে এই কঠিন শর্তসমূহ বাস্তবায়ন করা সম্ভব হবে।